কোনওরকম তাড়াহুড়ো নয়! তালিকা মেনেই হবে সন্দেশখালি (Sandeskhali) নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি। সোমবার একথাই স্পষ্ট করে জানাল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ (Division Bench)। মামলার দ্রুত শুনানি চেয়ে সোমবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সংযুক্তা সামন্ত। আর সেই প্রসঙ্গে একথাই সাফ জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চ।
সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মামলাকারী কি সন্দেশখালি গিয়েছিলেন? না কি তিনি কোনও সমাজকর্মী? তা হলে কেন এই মামলার দ্রুত শুনানি করতে হবে? ডিভিশন বেঞ্চ এদিন স্পষ্ট জানিয়েছে, হাই কোর্টের তালিকা মেনেই এই মামলার শুনানি হবে। এছাড়া ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, সোমবারই হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। সেখানে কী হয় তা দেখতে হবে বলেও মত ডিভিশন বেঞ্চের। সন্দেশখালিতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে শুক্রবার কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সংযুক্তা সামন্ত। এরপরই মামলা দায়ের করার অনুমতি দেন হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। সোমবার সেই মামলারই শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তবে এদিন মামলাকারী তাড়াহুড়ো করলে হাই কোর্ট একেবারে সাফ জানিয়ে দেয় হাই কোর্টের তালিকা মেনেই শুনানি হবে এই মামলার।
ধীরে ধীরে রাজ্য সরকার ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে সন্দেশখালির। সময় যত গড়াচ্ছে প্রতিদিনই সেখানে গায়ের জোরে অশান্তির চেষ্টা করছেন বিরোধীরা। যদিও পুলিশ কড়া হাতে পরিস্থিতি সামাল দিচ্ছেন। এছাড়া এলাকায় শান্তি ফেরাতে একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি দোষীদের খুঁজে বের করে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।