ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান সংখ্যা ১৯৬ রান । ভারতেই হয়ে দ্বিতীয় ইনিংসে শতরান যশস্বী জসওয়ালের। ১০৪ রানে আউট হন তিনি। ভারতে হয়ে ক্রিজে রয়েছেন, শুভমন গিল এবং কুলদীপ যাদব। ৬৫ রানে অপরাজিত শুভমন । ৩ রানে অপরাজিত কুলদীপ।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩১৯ রান করে ইংল্যান্ড। ভারতের হয়ে ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ।
ভারতের ৪৪৫ রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৩১৯ রানে। ইংরেজদের হয়ে দুরন্ত ইনিংস খেলেন ডুকেট। ১৫৩ রান করেন তিনি। ৪১ রান করেন বেন স্টোকস। ভারতের হয়ে ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ। দুটি করে উইকেট নেন কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং অশ্বিন।
জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে টিম ইন্ডিয়া। ১০৪ রান করেন যশস্বী। তবে ১৯ রানে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। রজত পতিদার করেন শূন্য। ইংরেজদের হয়ে একটি করে উইকেট নেন জো রুট এবং টম হার্টলি।
আরও পড়ুন- অভিমন্যুর ২০০, রঞ্জির গুরুত্বহীন ম্যাচে চালকের আসনে বাংলা