সরফরাজের দুরন্ত ইনিংস, বাবা নওশাদ খানকে গাড়ি উপহার আনন্দ মাহিন্দ্রার

0
2

অবশেষে ভারতীয় টেস্ট দলে অভিষেক হয় সরফরাজ খানের। রাজকোটে তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক হয় সরফরাজের। আর অভিষেক ম্যাচেই ব্যাট হাতে দাপট দেখান সরফরাজ। ৬৬ বলে ৬২ রান করেন তিনি। আর সরফরাজের এই খেলা মনে ধরেছে মাহিন্দ্রা গ্রুপের কর্ণধার আনন্দ মাহিন্দ্রার। সরফরাজের এই ফর্মের নেপথ্যে যে মানুষটি রয়েছেন, তাঁকেই কুর্নিশ জানালেন আনন্দ মাহিন্দ্রা। আর তিনি হলেন সরফরাজের বাবা নওশাদ খান। ছেলের কৃতিত্বের জন্য বাবাকে একটি নতুন গাড়ি উপহার হিসেবে দিলেন তিনি।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় সরফরাজের ইনিংসের ভিডিও শেয়ার করে আনন্দ মাহিন্দ্রা লেখেন, “কঠোর পরিশ্রম, সাহস আর ধৈর্য। ছেলেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বাবার মধ্যে এর চেয়ে ভালো গুণ আর কী হতে পারে! অনুপ্রেরণা দেওয়ার জন্য নওশাদ খানকে ‘থর’ গাড়িটি উপহার দিতে চাই। তিনি তা গ্রহণ করলে খুব ভালো লাগবে।”

অভিষেক টেস্টে ৬৬ বলে ৬২ রান করেন সরফরাজ। তিনি ইনিংস সাজান ৯টি চার ও ১টি ছক্কা দিয়ে। তবে অভিষেকেই দুর্ভাগ্যের শিকার হন সরফরাজ। সেঞ্চুরির দোরগোড়ায় থাকা রবীন্দ্র জাদেজার ভুল কলে রানআউট হন মারকুটে মুম্বইকর। কিন্তু তাঁর আত্মবিশ্বাসী ইনিংস মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের।

আরও পড়ুন- রঞ্জিট্রফির গুরুত্বহীন ম্যাচে দাপট বাংলার