সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিরোধী শিবির। ১৪৪ ধারা উপেক্ষা করে এলাকায় ঢুকে অশান্ত বাড়াতে আরও তৎপর বিরোধীরা। এহেন পরিস্থিতির মাঝেই এবার সন্দেশখালি ইস্যু পৌঁছে গেল শীর্ষ আদালতে। সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে শুক্রবার জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে।

আলখ অলোক শ্রীবাস্তব নামে এক আইনজীবী সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টে। তিনি আবেদন জানান, রাজ্য পুলিশ নিরপেক্ষ নয়, তাই নিরপেক্ষতা বজায় রেখে সিবিআই বা বিশেষ তদন্তকারী দলকে (SIT) দিয়ে তদন্ত করানো হোক সন্দেশখালিতে। পাশাপাশি তাঁর আর্জি, সন্দেশখালির ঘটনায় যে সমস্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠছে বা যাদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করুক আদালত। তিন বা চার সদস্যের বেঞ্চ গঠন করে মামলার শুনানি চলুক। পুরো কার্যকলাপই হোক পশ্চিমবঙ্গের বাইরে। সন্দেশখালির ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আর্থিক ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন আইনজীবী অলোক শ্রীবাস্তব। তাঁর কথায়, এলাকার যে মহিলারা নিপীড়িত বলে অভিযোগ করছেন তাঁদের আর্থিকভাবে সাহায্য করা হোক।
উল্লেখ্য, সন্দেশখালির ঘটনায় বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে শাসকদল। তবে তৃণমূলের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে পুরোটাই বিজেপির পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। রাজ্যে আগুন লাগাতে তৎপর হয়েছে বিরোধী শিবির। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেছেন, সন্দেশখালিতে বিজেপি বহিরাগতদের ঢুকিয়ে ঝামেলা করছে। এহেন পরিস্থিতির মাঝেই সন্দেশখালি মামলা পৌঁছে গেল শীর্ষ আদালতে।










































































































































