অবশেষে আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের ওপর একের পর এক হামলার ঘটনায় মুখ খুলল জো বাইডেন প্রশাসন। এই ধরনের হামলার ঘটনা আমেরিকায় কখনই বরদাস্ত করা হবে না, এই বার্তা দিয়ে প্রতিটি এলাকায় স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির ওপর নজরদারি চালানোর দাবি জানানো হয় তাঁদের পক্ষ থেকে।

আমেরিকায় সম্প্রতি ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত বেশ কিছু পড়ুয়ার ওপর আক্রমণের ঘটনা পরপর ঘটে চলেছে। কয়েকটি ক্ষেত্রে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও কিছু ক্ষেত্রে তাঁদের ওপর আক্রমণ চালানো বা অবহেলার স্পষ্ট প্রমাণ মিলেছে। এমনকি প্রকাশ্যে বিনা প্ররোচনায় হামলার ছবিও ধরা পড়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় সব প্রশাসনের সঙ্গেই যোগাযোগ করা হয়েছে ভারতীয় হাই কমিশনের তরফে।

এই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের স্ট্যাটেজিক কমিউনিকেশন বিভাগের কো-অর্ডিনেটর জন জানান, ‘কোনও জাতি, লিঙ্গ, ধর্ম বা অন্য ভেদাভেদের অজুহাত হিংসার ঘটনায় দেওয়া যাবে না। আমেরিকায় এধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।’ পাশাপাশি তিনি বলেন, ‘রাষ্ট্রপতি ও তাঁর প্রশাসন কঠোর, কঠোর পরিশ্রম করছে যাতে আমরা রাষ্ট্র ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সব ধরনের কাজ করার যাতে এই ধরনের আক্রমণের ঘটনাকে অন্যদিকে পরিচালনা বা ভেস্তে দেওয়া সম্ভব হয়। যারা এই ধরনের ঘটনাকে নিশ্চিতভাবে ধরে নেবেন তাঁরা জানবেন তাঁদের যথাযথ পদ্ধতি মেনে ধরা হবে।’






































































































































