সন্দেশখালির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের কলকাতা হাইকোর্টের

0
2

সন্দেশখালির সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা হাইকোর্ট। এ প্রসঙ্গে বিচারপতি অপূর্ব সিনহা তার নির্দেশে জানান, দুটি বিষয় নিয়ে বিচলিত তিনি। প্রথমত, আদিবাসীদের জমি দখল করার অভিযোগ। একইসঙ্গে মহিলাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ। এই ঘটনায় আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে আদালত বান্ধব হিসেবে নিয়োগ করেছেন বিচারপতি। রাজ্যের পক্ষে আইনজীবী দেবাশিস রায়কে এই ব্যাপারে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

লাগাতার বিক্ষোভের জেরে গত কয়েকদিন ধরেই উত্তাল সন্দেশখালি। পরিস্থিতি সামাল দিতে সেখানে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী জারি হয় ১৪৪ ধারা। বন্ধ হয় এলাকার ইন্টারনেট পরিষেবা। তবে মঙ্গলবার হাইকোর্টে সন্দেশখালি মামলার শুনানিতে বিচারপতি জানান, এলাকায় ১৪৪ ধারা জারির কোনও প্রয়োজনীয়তা নেই। পরিবর্তে মানুষের নিরাপত্তা বাড়াতে আরো বেশি করে সিসি টিভি ক্যামেরা নজরদারি ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি।