প্রচার তো প্রচারই। সেটা চটের ব্যাগে হক বা টেলিভিশনে। লোকসভার আগে গলি থেকে সড়ক, রেলস্টেশন থেকে রেশন দোকান সব জায়গাতেই মোদির ছবি ছাপতে চাইছে কেন্দ্র। কেরল সরকারকে কেন্দ্র প্রস্তাব দিয়েছিল, রেশন দোকানের সামনে মোদির ছবি টাঙাতে হবে। এই দাবি নাকচ করে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন, এই ধরণের নির্দেশ সঠিক নয় এবং এটা বাস্তবায়ন করাও কঠিন।
কী বলেছেন বিজয়ন? বিধানসভায় বিজয়ন বলেছেন, কেন্দ্রের কথা মতো রেশন দোকানে মোদির ছবি লাগানো যাবে না। বিজয়ন বলেন, রেশন দোকান বহু আগে থেকেই রয়েছে। ছবি টাঙানো আসলে বিজেপির প্রচার কর্মসূচির অংশ। আসন্ন লোকসভার প্রচারের অংশ এটা। বিজয়ন বলেন, আমরা কেন্দ্রকে জানাবো, এটা বাস্তবায়িত করা সম্ভব নয়। প্রয়োজনে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হব।
এর আগে কেন্দ্র সরকারের অনুদানে নির্মিত কেরলের বাড়িগুলিতেও প্রধানমন্ত্রীর এধরণের ছবি ছাপতে চেয়েছিল মোদি সরকার। কিন্তু সেবারেও কেন্দ্রের দাবি নাকচ করে দেয় কেরল সরকার। এখন দেখার এই চাপানউতোর কোথায় পৌঁছায়।