ভাল আছেন বলিউডের ‘ডিস্কো ড্যান্সার'(Mithun Chakraborty Health update)। আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে খবর। আইসিইউ-এর ১২৮ নম্বর বেড থেকে সরিয়ে আপাতত কেবিনে স্থানান্তরিত করা হয়েছে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। আপাতত তিনি বিপদমুক্ত বলেই হাসপাতাল (Apollo hospital) সূত্রে খবর।
কলকাতায় শুটিং চলাকালীন শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। অভিনেতা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তাঁকে হাসপাতালে দেখতে যান সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly), রাজ চক্রবর্তী, দেব (Dev), দেবশ্রী রায়(Debashree Roy), সোহমরা (Soham Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় মিঠুনের দ্রুত আরোগ্য কামনা করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। প্রাথমিকভাবে এম আর আই রিপোর্ট দেখে চিন্তিত হয়ে পড়েছিলেন চিকিৎসকরা। বর্ষীয়ান অভিনেতার চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়। স্নায়ুরোগ, হৃদরোগ বিশেষজ্ঞ ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এই মুহূর্তে দেখছেন মহাগুরুকে। আগের থেকে অবস্থার উন্নতি হলেও যথেষ্ট দুর্বল মিঠুন। রাতে হালকা খাবার খেয়েছেন। চিকিৎসায় সাড়া মিলেছে। যদিও আজই তিনি ছুটি পাবেন কিনা তা এখনও পরিষ্কার নয়।