মোবাইল হাতে মা ফ্লাইওভারের ব্রিজের মাথায় এক ব্যক্তি, ঘটনাস্থলে পুলিশ ও দমকল

0
2

রবিবার সাত সকালে পুলিশ আর দমকল বাহিনী ছুটলো মা ফ্লাইওভারে (MAA Flyover)। কারণ? আসলে ছুটির সকালে সাতটা নাগাদ বাইপাস কানেক্টিং এই ব্রিজের মাথায় উঠে পড়লেন এক ব্যক্তি। হাতে মোবাইল নিয়ে সেলফি মোডে তাঁকে বেশ কিছুক্ষণ কথা বলতেও দেখা যায়। পুলিশ এবং দমকলের কর্মীরা ওই ব্যক্তিকে বুঝিয়ে প্রায় এক ঘণ্টা প্রচেষ্টার পর নিচে নামিয়ে আনতে সফল হন। শেখ আনোয়ার নামের ওই ব্যক্তি একাধিক বঞ্চনার অভিযোগে সোচ্চার হয়ে এই কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে। তাঁর মানসিক অবস্থা নিয়েও সন্দিহান পুলিশ।