কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলার মানুষের উন্নয়নে ঐতিহাসিক বাজেট পেশ করেছে মা মাটি মানুষের সরকার। সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে যাতে সব ধরনের পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই কথা মাথায় রেখে বৃহস্পতিবার বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। একের পর এক পরিষেবা ও প্রকল্পের কথা ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লক্ষ্মীর ভান্ডারের অর্থ দ্বিগুণ করে দেওয়ার পরই আনন্দে আত্মহারা বাংলার মহিলারা। আজ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে রাজ্য জুড়ে মিছিলের আয়োজন করছে মহিলা তৃণমূল কংগ্রেস (TMC)। প্রতিটি জেলায় এই মিছিলের আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল যাবে বলে জানা যাচ্ছে।








































































































































