বাজেট অধিবেশন পেশ হওয়ার আগে বিধানসভায় বাজানো হয়েছিল রাজ্য সঙ্গীত। তবে দ্বায়িত্বজ্ঞানহীনের মতো সেই সময়ে নিজেদের আসনে বসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। এভাবে রাজ্য সঙ্গীতকে অপমান করার জন্য শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ দায়ের করল শাসক দল। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই অভিযোগ জানিয়েছেন।

বিজেপির সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিকে রাজ্য সঙ্গীত বলে মানতে চান না। যার জন্যই রাজ্য সঙ্গীত চলার সময়ে বিধানসভায় উঠে দাঁড়াননি তাঁরা। এবং সেই কারণেই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেছিলেন। তবে রাজ্য সঙ্গীতে উঠে না দাঁড়ানোর ঘটনা যে অপমানজনক তা বলার অপেক্ষা রাখে না। বিরোধীদের এহেন আচরণে তীব্র ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এঁরা বাংলাকে অপমান করছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছে। বাংলার মানুষ এঁদের মাফ করবে না। বিরোধী দলনেতার এহেন অভব্য আচরণের জেরে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ দায়ের করল শাসক দল।







































































































































