দ্রুত এগোচ্ছে মেট্রোরেল (Kolkata Metro) সম্প্রসারণের কাজ। কলকাতার যে দিকেই তাকানো যাক না কেন, মেট্রো রেলের কাজ চোখে পড়বে। দেশের মধ্যে প্রথম গঙ্গার তলা দিয়ে পাতাল রেল চলাচলের চরম প্রস্তুতির মাঝেই এবার নয়া সুখবর। চলতি মাসেই গড়িয়া- রুবি মেট্রোতে (Garia to Rubi Metro Route) যাত্রী পরিষেবা চালু হতে চলেছে।

মেট্রো রেল সূত্রে খবর অত্যাধুনিক সাজে সজ্জিত এই মেট্রো রুটে থাকছে পাঁচটি স্টেশন। কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি। কবি সুভাষ স্টেশনটিকে ‘জংশন’ স্টেশন হিসেবে তৈরি করা হয়েছে। চলতি মাসের মাঝামাঝি এই প্রকল্পের উদ্বোধন হয়ে যাবে। এই রুটে ন্যূনতম ভাড়ার পরিমাণ হল ৫ টাকা। এদিকে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে খরচ হবে ২০ টাকা। অবশ্য রুবি থেকে মেট্রোতে উঠে এক টোকেনেই দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছে যাওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে ভাড়া হবে ৪৫ টাকা। অন্যদিকে, রুবি থেকে মেট্রোতে উঠে যদি যাত্রীরা কবি সুভাষে মেট্রো বদল করে টালিগঞ্জ পর্যন্ত যেতে চান, সেক্ষেত্রে ভাড়া ৩৫ টাকা এবং ওই একই ভাবে কালীঘাট বা ধর্মতলা যেতে খরচ হবে ৪০ টাকা। এই সফরে কবি সুভাষ মেট্রো স্টেশনে ট্রেন পরিবর্তন করতে হবে।







































































































































