বিশ্বকাপের পর টেস্ট ক্রিকেটেও ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স রাচিন রবীন্দ্রর, গড়লেন নজিড়

0
3

ফের ব্যাট হাতে নজির গড়লেন নিউজিল্যান্ড ব্যাটার রাচিন রবীন্দ্র। ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপের সময় ব্যাট হাতে নজর কেড়েছিলেন রাচিন। আর এবার টেস্ট ক্রিকেটে নজর কাড়লেন তিনি। চলছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। রবিবার থেকে শুরু হয়েছে প্রথম টেস্ট । আর সেই ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুললেন রাচিন। করলেন ২৪০ রান। এই রানের সুবাদের নজির গড়েন তিনি।

নিউজিল্যান্ডের চতুর্থ ব্যাটার হিসাবে টেস্টে নিজের প্রথম শতরানকে দ্বিশতরানে পরিণত করেছেন রাচিন। তাঁর আগে এই কীর্তি রয়েছে মার্টিন ডন্নেলিস ম্যাথু সিনক্লেয়ার ও ডেভন কনওয়ের।৩৪০ বলে ২০০ রান করেন রাচিন। ইনিংস সাজান ২১টি চার ও ১টি ছক্কা দিয়ে। শেষ পর্যন্ত ২৪০ রান করে আউট হন তিনি। ২৪০ রানের ইনিংস সাজান মোট ২৬টি চার ও ৩টি দিয়ে। ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন কেন উইলিয়ামসও। ১১৮ রান করেন তিনি। এই দুঈ ব্যাটারেররানে ভর করে প্রথম ইনিংসে ৫১১ রান করে কিউইরা।

আরও পড়ুন- কবে থেকে শুরু ২০২৬ ফুটবল বিশ্বকাপ? জানাল FIFA