আজ মেগা ডার্বি। যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর আজ প্রথম বড় ম্যাচ। মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি-মোহনবাগান সুপার জায়েন্ট। এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সঙ্গে তুঙ্গে টিকিটের চাহিদা। আর এই ম্যাচের আগে শুরু হলো বিতর্ক। কারণ শেষ মুহূর্তে মেগা ডার্বির টিকিট বিক্রি নিয়ে ছড়িয়েছে চরম বিভ্রান্তি। স্বভাবতই এমন ঘটনার জন্য ব্যাপক ক্ষুব্ধ দুই প্রধানের সমর্থকরা।
আজ মোহনবাগানের হোম ম্যাচ। মোহনবাগানের হোম ম্যাচ হলেও, এদিন ডার্বি শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গল ক্লাব থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে লেখা হয়েছে, ‘ম্যাচ আয়োজনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ থেকে এইমাত্র জানালো হল, পুলিশ পারমিশন না দেওয়ার জন্য আজকের খেলার অনলাইন টিকিট-এর রিডিম এবং অফলাইন টিকিট বিক্রি সল্টলেক স্টেডিয়াম থেকে করা যাবে না, তার পরিবর্তে বিকেল ৫:৩০ মিনিট পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে ‘বুক মাই শো’ এর কাউন্টার থেকে করতে হবে।”আর এই স্বভাবতই এমন ঘটনার জন্য বেজায় চটেছে দুই প্রধানের সমর্থকেরা।
সদ্য সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ। ওপর দিকে মোহনবাগানে এসেছে নতুন কোচ হবাস। সুপার কাপ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে লাল-হলুদ। অপরদিকে নতুন কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাসের হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া সবুজ-মেরুন।
আরও পড়ুন- আজ বড় ম্যাচ, বাগানের বিরুদ্ধে নামার আগে সতর্ক লাল-হলুদ কোচ









































































































































