ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৯ রানে অপরাজিত যশস্বী, নিজের ইনিংস নিয়ে কী বলছেন ভারতের তরুণ ব্যাটার?

0
2

আজ থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম দিনে ব্যাট হাতে দুরন্ত ইনিংস যশস্বী জসওয়ালের। ১৭৯ রানে অপরাজিত তিনি। প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ৬ উইকেট হারিয়ে ৩৩৬। টিম ইন্ডিয়ার হয়ে যশস্বীর সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন।

এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যশস্বীকে নিয়ে ওপেন করতে নামেন তিনি। তবে মাত্র ১৪ রানে আউট হন রোহিত। তবে প্রথম দিন টিম ইন্ডিয়াকে ব্যাট হাতে ভরসা দিচ্ছেন যশস্বী। ২৫৭ বলে ১৭৯ রানে অপরাজিত তিনি। ইনিংস সাজিয়েছেন ১৭ টি চার এবং ৫টি ছয় দিয়ে। নিজের এই ইনিংসে উচ্ছ্বসিত যশস্বী। তবে এখানেই থামতে চাননা। যশস্বীর লক্ষ্য ২০০ । এই নিয়ে ম্যাচ শেষে যশস্বী বলেন, “ উইকেট শুরুতে একটু ড্যাম্প ছিল। বল থমকে আসছিল। তবে ঠিক করে রেখেছিলাম যে খারাপ বলে রান করতেই হবে। এদিকে বেলা গড়াতেই উইকেট ব্যাট করার জন্য অনেক সহজ হয়ে যায়। এরপর থেকে মানসিকতা নিয়ে খেলে সাফল্য পেলাম। কাল নামব আবার। দ্বিশতরান করার চেষ্টা করব।“

এদিন বারবার টেলিভিশনের ক্যামেরায় দেখা যাচ্ছিল হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা কিছু একটা আলোচনা করছেন। কী ছিল তাঁদের আলোচনা? সেই নিয়ে মুখ খোলেন যশস্বী।তিনি বলেন, “রোহিত ভাই আর রাহুল স্যর আমাকে মেসেজ পাঠাচ্ছিল শেষ পর্যন্ত খেলতে হবে। আমিও ঠিক করে নিয়েছিলাম, সেশন বাই সেশন খেলব। শেষ পর্যন্ত থাকব উইকেটে।”

আরও পড়ুন- ছন্নছাড়া বোলিং, প্রথম দিনের শেষে মুম্বইয়ের রান সংখ্যা ৬ উইকেট হারিয়ে ৩৩০, চিন্তায় বাংলার টিম ম্যানেজমেন্ট