ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা সংক্রান্ত তিনটি বিল ইতিমধ্যেই সংসদে পাশ হয়েছে। এই বিল সংসদে পাশ করানোর আগে স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করা বাধ্যতামূলক।আদৌ তা করা হয়েছিল? লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের এই প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল বিস্তারিত বিবরণ পেশ করেছেন।
তিনি জানিয়েছেন, সরকার আইন তিনটি সংসদে পাশ করানোর আগে সংশ্লিষ্ট সকলের সঙ্গে বিস্তৃত আলোচনা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগিয়েছে।আইনমন্ত্রী জানিয়েছেন, এই প্রক্রিয়া শুরু হয়েছিল ২০০৫ সালে। যখন স্বরাষ্ট্র মন্ত্রক সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি, তার ১১১তম (২০০৫), ১২৮ তম (২০০৬) এবং ১৪৬ তম (২০১০) প্রতিবেদনে, দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার ব্যাপক পর্যালোচনা এবং সংসদে একটি বিস্তৃত আইন প্রবর্তনের জন্য সুপারিশ করে।
সেই সুপারিশ অনুসারেই সাংবিধানিক এবং গণতান্ত্রিক ধারা বজায় রেখে, স্বরাষ্ট্র মন্ত্রক ফৌজদারি আইনের (ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০, ভারতীয় সাক্ষ্য আইন, ১৮৭২ এবং ফৌজদারি কার্যবিধি, ১৯৭৩) ব্যাপক পর্যালোচনার উদ্যোগ নেয়। সকলের জন্য ন্যায়বিচার এবং নাগরিক কেন্দ্রিক আইনি কাঠামো তৈরি করে তা সংসদের উভয় কক্ষে পাশ করানো হয়েছে।






































































































































