বামনগোলায় দুই নির্যাতিতাকে ৩ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ মানবাধিকার কমিশনের

0
3

গতবছরের জুলাই মাসে মালদার বামনগোলায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। চোর অপবাদ এই মারধর চলে। রাজ্যকে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। দুই নির্যাতিতাকে ৩ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত গত বছরের জুলাই মাসে। বামনগোলায় ভরা হাটে ‘চোর’ অপবাদে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। ঘটনার ৯ দিনের মাথায় বামনগোলা থানার আইসি, দুই এসআই এবং এক এএসআই-কে ক্লোজ করা হয়। জাতীয় মানবাধিকার কমিশনে মামলা দায়ের হয়। তার প্রেক্ষিতেই ক্ষতিপূরণ দেওয়ার এই নির্দেশ। জাতীয় মানবাধিকার কমিশনকে পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করেছে তৃণমূল।

নির্যাতিতার মেয়ে জানিয়েছেন, ‘ শুনতে পেয়েছি টাকা পয়সার কথা। টাকা পয়সা থাকলেও সম্মান পাওয়া যাবে না। এই ঘটনা যেমন আমার মায়েদের সঙ্গে হয়েছে, আশা করি কারও সাথে না হয়। টাকা দিয়ে তো কিছু হবে না। সম্মান তো পাওয়া যাবে না। তবু এই টাকা দিয়ে খাওয়া দাওয়া চলবে আমাদের। এমনিতে তো কাজকর্ম কিছু করে না। বাড়িতে থাকে বসে।

জানা গিয়েছে, বামনগোলা থানা এলাকার পাকুয়াহাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন একই পরিবারের দুই মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাটে ২ মহিলার বিরুদ্ধে চুরির অপবাদ দেওয়া নিয়ে অশান্তির সূত্রপাত। অভিযোগ, ভরা হাটের মধ্যে ২ জনকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়! এখানেই শেষ নয়। ২ মহিলাকে বিবস্ত্র করে মারধরে যারা অভিযুক্ত, তাদের না ধরে পুলিশ ওই ২ মহিলাকেই গ্রেফতার করে বলে অভিযোগ ওঠে ।