চোপড়ায় পদযাত্রা মুখ্যমন্ত্রীর, রাস্তার দুপাশে জনতার উপচে পড়া উচ্ছ্বাস

0
4

উত্তর দিনাজপুরের চোপড়ায় জনজোয়ারে ভাসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। পদযাত্রার মাঝেই প্রিয় ‘দিদি’কে দেখতে উচ্ছ্বাস সাধারণ মানুষের। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই মুহূর্তে উত্তরের জেলা সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার, শিলিগুড়ির পর মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। তার আগে আজ চোপড়ায় পদযাত্রার মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করেন তৃণমূল সুপ্রিমো। এদিন সকাল ১১ টা নাগাদ উত্তরকন্যা সচিবালয় থেকে ভিডিওকন হেলিপ্যাডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী (CM)। ঠিক ১১টা বেজে ৫ মিনিটে শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে চোপড়ার উদ্দেশে রওনা দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সহ প্রশাসনিক কর্তারা। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই সাজো সাজো রব চোপড়ায়। আজ দুই দিনাজপুর মিলিয়ে মোট পাঁচটি কর্মসূচি (তিনটি পদযাত্রা এবং দুটি সভা) মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এদিন সকাল ১১ টা ২৮ মিনিট নাগাদ চোপড়ার অস্থায়ী হেলিপ্যাডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। হেলিকপ্টার থেকে নামার পর সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকেই পদযাত্রা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীকে দেখার জন্য রাস্তার দু’পাশে অসংখ্য মানুষের ভিড় চোখে পড়ে। দলীয় কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ প্রত্যেকের হাতেই ছিল প্ল্যাকার্ড, যেখানে একদিকে যেমন রাজ্য সরকারের থেকে প্রাপ্ত সুযোগ সুবিধার কথা উল্লেখ করা আছে, ঠিক তারই পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন চোপড়াবাসী। প্রায় দেড় কিলোমিটার রাস্তা জুড়ে যেভাবে মানুষ বাংলার ‘দিদি’কে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন তাতে চোপড়াবাসীর উদ্দীপনা চোখে পড়ার মতো। পদযাত্রার মাঝেই মহিলা কর্মী সমর্থক থেকে শিশু, যুবক থেকে বৃদ্ধ সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা শেষ করে পৌনে বারোটা নাগাদ ইসলামপুরের উদ্দেশে রওনা দেন তিনি।