লোকসভার আগে ইন্ডিয়া জোটে জট নিয়ে এবার অধীর চৌধুরীকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘ ধৈর্যের একটা সীমা থাকে। যে মহিলা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তাঁকেই বলছেন ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ুন’।
ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক হওয়ার পরও তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগাতার আক্রমণ করে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাই এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। দলনেত্রীর সুরেই সোমবার আমতলা থেকে কার্যত সেকথাই বুঝিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন অধীরকে নিশানা করে অভিষেক সংবাদ মাধ্যমের সামনে বলেন, ‘আপনি দেখান, ২১০ দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করেছে, তৃণমূল কংগ্রেসের কোনও মুখপাত্র একটা মন্তব্য করেছে। ধৈর্য্যের সীমা থাকে। যে মহিলা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তাঁকে বলছেন আমরা বিরুদ্ধে লড়ুন। কে বলছে? প্রদেশ কংগ্রেসের সভাপতি বলছে। গত ৭ মাসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলেনি। কিন্তু তৃণমূনেত্রীকে বারবার আক্রমণ করেছেন অধীর। বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন’। প্রদেশ কংগ্রেস সভাপতিকে তাঁর প্রশ্ন, ‘বাংলার বঞ্চনা নিয়ে কতবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন’?
আরও পড়ুন- বর-১০৩, কনে-৪৯, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া

ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের সংযোজন, ‘ইন্ডিয়া জোট মানুষের জোট। মানুষ ঠিক করুক কাকে ভোট দেবেন।’ আসনরফা নিয়েও কংগ্রেসের কোর্টে বল ঠেললেন অভিষেক। আসন সমঝোতা করতে কংগ্রসকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল তৃণমূল। কিন্তু তাতে আমল দেয়নি কংগ্রেস। তাদের এই আচরণ নিয়ে ক্ষুব্ধ অভিষেক। বলেন, ‘কংগ্রেস আসনরফা নিয়ে আলোচনা করেনি। কার জন্য় আসন সমঝোতা হল না মানুষ বুঝবে।’




































































































































