সুপ্রিম কোর্টে আরও একবার ধাক্কা কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত আরেকটি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে চলার ওপর স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। এক্ষেত্রেও সংঘাত সেই দুই বিচারপতির। নাম জড়ালো বিচারপতি সৌমেন সেনেরও।

প্রাথমিকে নিয়োগে জাল জাতিগত সংশাপত্র সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ প্যানেল প্রকাশের ওপর স্থগিতাদেশ দেয়। সেই মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন ডিভিশন বেঞ্চের নির্দেশের ওপর। এই মামলাই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে চলার ওপর স্থগিতাদেশ জারি করে সর্বোচ্চ আদালত।


সুপ্রিম কোর্টে এই মামলায় স্পেশাল লিভ পিটিশন ফাইল করার অনুমতি দেওয়া হয়েছে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জল ভূঁইয়ার একটি বেঞ্চের তরফে। এই নির্দেশ জানুয়ারির ২৫ তারিখেই দেওয়া হয়। অর্থাৎ একই দিনে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দুটি মামলায় দুটি স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট।





































































































































