রঞ্জিট্রফির দ্বিতীয় দিনে চালকের আসনে বাংলা। দ্বিতীয় দিনে অসমের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪০৫ রান করে বঙ্গ ব্রিগেড। বাংলার হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক মনোজ তিওয়াড়ি এবং অনুষ্টুপ মজুমদার। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে অসমের রান সংখ্যা ৮ উইকেট হারিয়ে ৯৯। বাংলার হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ কাইফ এবং সুরজ সিন্ধু জসওয়াল।
এদিন বাংলার হয়ে শুরুতে ক্রিজে ছিলেন অনুষ্টুপ-মনোজ। ১২৫ রান করেন অনুষ্টুপ। ১০০ রান করেন মনোজ । তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার পরেই আউট হয়ে যান বাংলার অধিনায়ক। তাঁর আগে বাংলা থেকে তিন জন ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান করেছিলেন। পঙ্কজ রায়, অরুণ লাল ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরে মনোজ তিওয়াড়ি চতুর্থ ব্যক্তি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজারি ক্লাবের সদস্য হলেন। এরপর বাংলার রান সংখ্যা এগিয়ে নিয়ে যান করণ লাল এবং সুরজ। দুজনই করেন ৫২ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে একের পর এক ধাক্কা খায় অসম। ৪ রানে আউট হন ওপেনার ঋশভ দাস। ১ রান করেন রাহুল হাজারিকা। অসমের হয়ে লড়াই চালান দেনিস দাস। ৫০ রান করেন তিনি। অসমের হয়ে ক্রিজে রয়েছেন শাহিল এবং মৃম্নয় । ৩৬ রান করেন শাহিল। বাংলার হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ কাইফ এবং সুরজ সিন্ধু জসওয়াল। দুটি উইকেট নেন অঙ্কিত মিশ্র।
আরও পড়ুন- নজির গড়লেন রোহন বোপান্না, অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন বোপান্না-ম্যাথু এবডেন জুটি










































































































































