প্রয়াত শ্রীলা মজুমদার, ক্যান্সারের কাছে পরাজিত অভিনেত্রী; শোকবার্তা মুখ্যমন্ত্রীর

0
7

প্রায় তিন বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই শেষ হল প্রখ্যাত অভিনেত্রী শ্রীলা মজুমদারের। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাটক থেকে সিনেমায় নজরকাড়া অভিনেত্রী। তাঁর মৃত্যু সংবাদে শোকের ছায়া টলিউডে। মৃণাল সেনের হাত ধরে বাংলা অভিনয়ের জগতে পাড়ি জমানো অভিনেত্রী ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করেছেন চোখের বালি-র মতো সিনেমাতেও। তবে দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে সংগ্রাম চালিয়ে যাওয়ার কারণে দর্শকরা তাঁকে অনেকদিন পর্দায় দেখতে পাননি। আর পর্দার আড়ালে চলে যাওয়ার মতই সকলের থেকে আড়ালে অনুরাগীদের থেকেই বিদায় নিলেন তিনি শনিবার।

অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় চলচ্চিত্রে দক্ষ একজন অভিনেত্রীর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে বড় ক্ষতি হয়ে গেল বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।