টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা

0
4

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন এরিনা সাবালেঙ্কা। এদিন অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ফাইনালে তিনি হারালেন বিশ্বের ১২ নম্বর চিনের কিন ঝেংকে। ম্যাচের ফলাফল ৬-৩,৬-২। এই জয়ের ফলে কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন বেলারুশের এই মহিলা তারকা।সঙ্গে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন হলেন সাবালেঙ্কা। ভিক্টোরিয়া আজারেঙ্কার পর সাবালেঙ্কা দ্বিতীয় টেনিস খেলোয়াড় যিনি অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের সিঙ্গলসে পর পর দু’বার ট্রফি জিতলেন। ২০১২ এবং ২০১৩ সালে পরপর চ্যাম্পিয়ন হয়েছিলেন ভিক্টোরিয়া।

এদিন মাত্র ১ ঘণ্টা ১৬ মিনিটের লড়াই শেষ করেন সাবালেঙ্কা । এদিন সাবালেঙ্কার কাছে দাঁড়াতে পারেননি ঝেং। সাবালেঙ্কার পক্ষে ফল ৬-৩, ৬-২। সাবালেঙ্কা প্রথম সেটটি জিতে নেন ৬-৩ গেমে। প্রথম থেকেই আগ্রাসী টেনিস খেলতে থাকেন। দ্বিতীয় সেটে আরও ঝাঁজালো টেনিস খেলতে শুরু করেন সাবালেঙ্কা। দ্বিতীয় সেটটি ৬-২-এ জেতেন তিনি। সাবালেঙ্কার এটি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। অস্ট্রেলিয়ান ওপেন ছাড়াও গত বছর যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনাল খেলেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের কোকো গফের কাছে হেরেছিলেন ওই ফাইনাল। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে সেই গফকে হারিয়ে ফাইনালে পৌঁছন সাবালেঙ্কা। ফাইনালে আরও দাপট দেখিয়ে খেতাবই জিতে নিলেন তিনি।

আরও পড়ুন- সুপার কাপের ফাইনালের আগে শক্তি বাড়ালো লাল-হলুদ