সুজয়কৃষ্ণ ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ারকে সিবিআই তলব! আজই নিজাম প্যালেসে রাহুল

0
4

নিয়োগ মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরাকে (Rahul Bera) এবার সিবিআই (CBI) তলব। শিক্ষক নিয়োগ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED ) পাশাপাশি সিবিআইও তদন্ত চালাচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির সেই ডাকে সাড়া দিয়ে আজ নিজাম প্যালেসে (Nizam Palace) হাজির হলেন রাহুল।

ইডির তরফে অভিযোগ করা হয় যে এই রাহুলকে কাজে লাগিয়েই বেশ কিছু তথ্য মুছে ফেলার চেষ্টা করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র। গত বছর ৩০ মে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সুজয়কৃষ্ণকে গ্রেফতার করে ইডি। তার পরের দিন তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি জানায়, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সুজয়ের কথায় ফোন থেকে মুছে দিয়েছিলেন রাহুল। যদিও সিবিআই তলব সংক্রান্ত কোনও কিছু নিয়েই মুখ খোলেননি রাহুল।