রামচরিতমানস কাব্যগ্রন্থকে অপমান করেছেন সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য। এই ধর্মগ্রন্থ ছিঁড়তে ও পোড়াতে জনগণকে প্ররোচিত করেছেন। এই অভিযোগেই সপা নেতার বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করেছিল উত্তর প্রদেশ সরকার। তবে যোগী সরকারের পদক্ষেপের বিরুদ্ধে শীর্ষ আদালতে স্বস্তি পেলেন মৌর্য। বৃহস্পতিবার এই মামলায় রক্ষাকবচ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। পাশাপাশি উত্তরপ্রদেশ সরকারকে আদালত প্রশ্ন করে, “এটা এত বেশি স্পর্শকাতর বিষয় কিভাবে হয়? যেখানে শুধুমাত্র এই বয়ানের উপর ভিত্তি করে কারো বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।”

বিচারপতি বি আর গাভাই এবং সন্দীপ মেহতার বেঞ্চে মামলার শুনানিতে উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধি অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (এএজি) শরণ দেব সিং ঠাকুরকে বলেন, “উনি শুধুমাত্র একটি মন্তব্য করেছেন। এটি কীভাবে অপরাধ? কপি পোড়ানোর জন্য ওনাকে দায়ী করা যায় না।” এরপরই ওই সপা নেতাকে রক্ষাকবচ দেওয়ার পাশাপাশি এই মামলায় সমাজবাদী পার্টির নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা অভিযোগকারীকে একটি নোটিশও জারি করেছে আদালত।
উল্লেখ্য, তুলসীদাসের রামচরিতমানসের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে মৌর্য এবং অন্যান্য সপা নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এরপরই এফআইআর খারিজের আবেদন জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন মৌর্য। যদিও এলাহাবাদ হাইকোর্ট তার আবেদনে সাড়া দেয়নি। অতঃপর এই ইস্যুতে শীর্ষ আদালতের দ্বারস্থ হলে যোগী সরকারের সমালোচনা করে মৌর্যকে রক্ষা কবর দিল সুপ্রিম কোর্ট।










































































































































