প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে (Calcutta University) গিয়ে পড়ুয়াদের ক্ষোভের মুখে পড়তে হল রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (C V Anand Bose)। সূত্রের খবর আজ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের গাড়ি প্রবেশ করতেই কালো পতাকা দেখাতে থাকেন শিক্ষার্থীদের একাংশ। পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। বিক্ষোভকারীদের হাতে সংগঠনের পতাকা ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ আটকে থাকার পর ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে পারেন রাজ্যপাল। যদিও বিক্ষোভকারীদের দাবি তা স্পষ্ট না হলেও মূলত কেন্দ্রীয় শিক্ষানীতির প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানা যাচ্ছে। পাশাপাশি অবিলম্বে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের দাবিও তোলা হয় ছাত্র সংগঠনগুলির তরফে।

বিক্ষোভকারীরা জানান যে তাঁদের কাছে খবর ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোস ‘কেন্দ্রীয় শিক্ষানীতি’ চালু করার বার্তা দিতে কলকাতা বিশ্ববিদ্যালয় আসছেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রয়েছেন রাজ্যপাল। তাই আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে সি ভি আনন্দ বোস আসবেন সে কথা আগেই ঘোষণা করা হয়েছিল। সেইমতো আগে থেকেই কালো পতাকা নিয়ে তৈরি ছিলেন ছাত্র সংগঠনের সদস্যরা বলে জানা যাচ্ছে।







































































































































