রামমন্দির উদ্বোধনের (Ram Mandir Inaugaration)২৪ ঘণ্টা আগেই অযোধ্যায় শিরোনামে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। চোখে রোদচশমা, পরনে কাঞ্জিভরম, গা ভর্তি সোনার গয়না আর হাতে ঝাড়ু – ঠিক এই অবতারেই দেখা গেল বি- টাউনের ‘ক্যুইন’কে। ‘রামলালা’র প্রাণ প্রতিষ্ঠার আগে রবিবার হনুমানগড়ি মন্দির ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন অভিনেত্রী (Actress)। অযোধ্যাকে দেবলোকের আখ্যা দেওয়ার পাশাপাশি রামরাজ্য প্রতিষ্ঠার কথা বলতেও শোনা গেল তাঁকে। প্রচার সর্বস্ব বিজেপি রাজনীতির সমর্থক হিসেবে এদিনও যে নিজেকে লাইমলাইটে রাখতে চাইলেন কঙ্গনা (Kangana Ranaut) তা অভিনেত্রীর কাজ দেখে তেমনই মন্তব্য করছে নেট দুনিয়া।

ইতিমধ্যেই একগুচ্ছ বলিউড তারকারা অযোধ্যায় পৌঁছে গেছেন। তালিকায় যেমন রজনীকান্ত, অনুপম খের রয়েছেন তেমনই শঙ্কর মহাদেবন, অনু মালিক, ক্রিকেটার অনিল কুম্বলে রয়েছেন।

বলিউডের ‘মনিকর্ণিকা’ এদিন যেভাবে অযোধ্যায় মন্দির পরিষ্কারে মাতলেন তাতে ‘ভন্ড ভক্ত’ বলেও কটাক্ষ শুনতে হল কঙ্গনাকে। বলিউড অভিনেত্রী এসবে আমল দিতে নারাজ। বরং আরেকটু বেশি পরিষ্কার করতে পারলে ভাল হত বলেই মনে করছেন তিনি। রামজন্মভূমিতে পা দিয়েই বলিউডের বিতর্কিত নায়িকার মন্তব্য, “নিশ্চয় পূর্বজন্মে কোনও পুণ্য করেছিলাম। তাই এমন সুযোগ পেলাম।” মন্দির ধোয়ার পরই তিনি ধর্মগুরু জগৎগুরু রামানন্দচার্য স্বামী রামভদ্রচার্যের সঙ্গেও দেখা করলেন। রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে হনুমান যজ্ঞেও অংশ নিলেন কঙ্গনা রানাউত। যজ্ঞাহূতি দিতেও দেখা গেল অভিনেত্রীকে। সেই মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করে কঙ্গনা লিখলেন, “দীর্ঘ নির্বাসনের পর সোমবার অযোধ্যার রাজা ফিরছেন। এসো রাম, এসো।” শুক্রবার রামমন্দিরের (Ram Lala Idol) কষ্টিপাথরের মূর্তির ছবি প্রকাশ্যে আসতেই, উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন কঙ্গনা রানাউত। তাঁর শৈশবের কাল্পনিক রামলালার সঙ্গে নাকি মন্দিরের মর্যাদা পুরুষোত্তমের মিল খুঁজে পেয়েছেন বলেও দাবি করেন। সঙ্গে মোদি সরকারের প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। যেভাবে বিজেপি তোষণে মেতে উঠেছেন নায়িকা তাতে আগামী নির্বাচনে হয়তো গেরুয়া টিকিটে তিনি দাঁড়াতে পারেন বলেও অনুমান করছেন রাজনৈতিক মহলের একাংশ। যেভাবে সেলিব্রেটির মেলা প্রস্তুত করতে ব্যস্ত বিজেপির নেতা নেত্রীরা, তাতে মন্দির উদ্বোধনের অনুষ্ঠান নাকি মোদি নিজের ক্ষমতা প্রদর্শন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।







































































































































