আফগানিস্তানে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ভারতীয় সংস্থার নয়, জানাল DGCA

0
4

আফগানিস্তানে (Afghanistan) ভেঙে পড়া বিমানটি ভারতীয় কোনও সংস্থার নয়। জানাল DGCA। সূত্রের খবর, মরক্কোর একটি সংস্থার নামে রেজিস্টারড ওই চাটার্ড বিমানটি। তাতে ৬-৮ জন যাত্রী ছিলেন বলে অনুমান।

আফগান সংবাদ সংস্থা সূত্রে প্রথমে জানানো হয়, মস্কোগামী একটি ভারতীয় বিমান আফগানিস্তানে (Afghanistan) ভেঙে পড়েছে। গত রাতেই বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। এরপর এটি বাদাখশান এলাকায় ভেঙে পড়ে। আফগানিস্তান হয়ে রাশিয়া যাচ্ছিল বিমানটি। কিন্তু ভারতীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আফগানিস্তানে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি কোনও ভারতীয় সংস্থার নামে রেজিস্টারডও নয়। ছোট চাটার্ড বিমানটি মরক্কোর সংস্থার নামে রেজিস্টার করা।

রাশিয়ার বিমান সংস্থার তরফে অবশ্য জানানো হয়েছে, বিমানটি রাশিয়ার সংস্থার নামে রেজিস্টারড ডিসি ফ্যালকন ১০। চাটার্ড বিমানটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কো যাচ্ছিল। শনিবার রাতে সেই বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। রবিবার সকালে সেটির ভেঙে পড়ার খবর মেলে। বাদাখশান প্রদেশের তোপখানা পর্বতশ্রেণির কুরান-মুনজান ও জিবাক এলাকা অত্যন্ত দুর্গম। সেখানে উদ্ধারকারী দল পাঠনো হয়েছে বলে খবর।