দেরিতে আবেদন, বিজেপির সঙ্গীত উৎসব বাতিল করল পুলিশ

0
2

রাজ্য সরকারের সঙ্গীত মেলার পাল্টা বিজেপির সঙ্গীত উৎসব করার চেষ্টা ব্যর্থ। উৎসবের পরিকল্পনা করলেও অনুমতি চাইতে এত দেরি যে উৎসবের দিনই তাতে জল পড়ে গেল। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অনুমতি চাইতে দেরি করায় বঙ্গ সঙ্গীত উৎসবের অনুমতি বাতিল করা হয়েছে।

লোকসভা ভোটের আগে যেন তেন প্রকারেণ রাজ্যের মানুষের নজর টানতে উদ্যোগী বিজেপি। তার পিছনে রয়েছে ঢালাও আর্থিক সঙ্গতিও। রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীদের স্বীকৃতি দিয়ে প্রতিবছর বাংলা সঙ্গীতমেলার আয়োজন করে। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের শিল্পীদের স্বীকৃতি দেওয়া হয় এই অনুষ্ঠানে।

বিজেপি দাবি করে সঙ্গীতমেলায় আমন্ত্রিত হননি এমন শিল্পীরা তাঁদের কাছে উৎসবের আয়োজনের অনুরোধ জানান। সেই মতো ২০ জানুয়ারি প্রিন্সেপঘাটে সেই মেলার জন্য তোড়জোড় শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সেই উৎসবের দিনই সকালে বাতিল হয় উৎসবের অনুমতি। পুলিশ এটাও জানায় প্রিন্সেপঘাটে গঙ্গাসাগর ফেরৎ তীর্থযাত্রীরা থেকে যাওয়াতে উৎসব আয়োজনও সম্ভব না।

এর আগে শহরের বুকে বিরোধীদের যে অনুষ্ঠানে পুলিশের অনুমতি ঘিরে সমস্যা তৈরি হয়েছে তাতেই বিরোধীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সরকারকে মামলায় জড়িয়ে পড়তে হয়েছে। তবে এবার সেই সুযোগ না থাকায় বেজায় ক্ষিপ্ত বিজেপি নেতারা। যদিও সরস্বতী পুজোর সময় একমাস আগে থেকে অনুমতি চেয়ে কোনও অডিটোরিয়ামে উৎসবের আয়োজন করার কথা ভাবছে বিজেপি।