অপরাধপ্রবণতায় দেশের বেশিরভাগ রাজ্যের থেকে অনেক ভালো অবস্থানে বাংলা। দেশের সবথেকে নিরাপদ শহরের তকমা কলকাতার সঙ্গে জুড়ে যাওয়ার পর রাজ্যের বিশেষ বিশেষ শহরগুলিতে অপরাধপ্রবণতা ঠেকানোর ব্যাপারেও পদক্ষেপ রাজ্য সরকারের। সমুদ্র শহরগুলিতে পর্যটকদের নিরাপত্তার জন্য এবার পূর্ব মেদিনীপুরে চালু হল ‘অতিথি’ পোর্টাল।

দিঘা, মন্দারমনি, তাজপুর প্রভৃতি রাজ্যের সমুদ্র শহরে পর্যটকের মরশুম ছাড়াও এখন সারাবছর বেশ ভিড় থাকে। সেই সঙ্গে বেড়েছে অপরাধের সংখ্যাও। অপরাধ নিয়ন্ত্রণে এবার নতুন উদ্যোগ পুলিশের এই অতিথি পোর্টাল। এর মাধ্যমে বিভিন্ন হোটেল রিসর্টে আসা সব পর্যটকের পরিচয় সংক্রান্ত সব নথি জমা রাখা হবে জেলা পুলিশের কাছে।


এখন থেকে সমুদ্র শহরগুলির হোটেল বা রেসিডেন্সিয়াল ক্ষেত্রগুলি যাকেই থাকতে দেবে তাঁদের যথাযথ পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। শুধু তাই-ই না। সেই পরিচয়পত্র জমা নিয়ে আপলোড করতে হবে অতিথি পোর্টালে। অনলাইন বুকিংয়ের জন্যও পরিচয়পত্র না থাকলে বুকিং হবে না। হোটেল কর্তৃপক্ষকেও সেই বুকিংয়ের সব তথ্য তুলে দিতে হবে অতিথি পোর্টালে। আর এভাবেই সব তথ্য তুলে রাখা থাকবে জেলা পুলিশের কাছে। শনিবার উদ্বোধন হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই পোর্টাল।






































































































































