২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। ওই দিন রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে? জানতে চেয়ে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে (Bhavati Prasad Gopalika) চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। চিঠিতে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। এই নিয়ে পাল্টা তোপ দেগেছে শাসকদল তৃণমূল। এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন আনন্দ বোস- কটাক্ষ চন্দ্রিমা ভট্টাচার্যের। কুণাল ঘোষ খোঁচা দিয়ে বলেন, গাঁয়ে মানে না আপনি মোড়ল!

অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে ঘিরে দেশজুড়ে নানা কর্মসূচি রয়েছে বিজেপির। কিন্তু এতে সায় নেই বিরোধীদের। এই পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যসচিবকে চিঠি পাঠালেন রাজ্যপাল (CV Ananda Bose)। রাজ্যের তরফে কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে- সেই বিষয়ে জানতে চান।

রাজ্যের প্রশাসনিক কাজে বারবারই উপযাজক হয়ে ঢুকে পড়তে চান আনন্দ বোস। এই নিয়ে বারবার অভিযোগ তৃণমূলের। এদিনের চিঠির প্রসঙ্গেও তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

চন্দ্রিমা বলেন, সবসময়ই এক্তিয়ার বর্হিভূর্ত কাজ করেন রাজ্যপাল। এক্ষেত্রেও সেটাই হয়েছে। কুণাল ঘোষ বলেন, “রাজ্যপাল গাঁয়ে মানে না আপনি মোড়লের মতো। যেখানে আদালত সংহতি মহামিছিলের অনুমতি দিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই, পুলিশই সামলাতে পারবে বলেছে, সেখানে পিওনের ভূমিকা পালন করছেন রাজ্যপাল। বিজেপি যা চাইছে, সেই চিঠি পাঠাচ্ছেন। নিজেকে পোস্টম্যানে পরিণত করেছেন রাজ্যপাল।”
আরও খবর: মন্দির উদ্বোধনের আগে রামের নামে বিশেষ ডাক টিকিট প্রকাশ মোদির
অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সেখানে ‘রামলালা’র মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হবে। অসম্পূর্ণ মন্দিরের উদ্বোধন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন দেশের চার শঙ্করাচার্য। লোকসভা ভোটের আগে জনৈতিক প্রচারের মঞ্চ হিসেবে রামমন্দির তথা রামের অপব্যবহার করছে বিজেপি- অভিযোগ বিরোধীদের।





































































































































