মাঘের সকালে রাজপথে সাফাই কর্মীদের কম্বল বিলি মুখ্যমন্ত্রীর

0
2

কিছুদিন লুকোচুরির পর, পৌষের শেষ থেকে ঝাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গে। মেঘলা হলেও বৃহস্পতিবারও শীতের কামড় আছে মহানগরে। এদিন সকালে নবান্নে যাওযার পথে রাস্তায় সাফাই কর্মীদের দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বরাবরই প্রান্তিক মানুষের পাশে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গাড়ি থেকে নেমে ওই গরিব মানষদের হাতে কম্বল তুলে দেন। মুখ্যমন্ত্রীর এই আন্তরিকতায় আপ্লুত সাফাই কর্মীরা।

এরপর এই নিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন মমতা। লেখেন,
“প্রতিদিনের মতো, আজও বাড়ি থেকে নবান্ন যাওয়ার পথে সাফাই কর্মীদের দেখে আমার কষ্ট হচ্ছিল। এই শীতের দিনে তাঁদের জীবনযাপন আমাকে ভাবায়, আমার হৃদয়ে বেদনার সঞ্চার করে। তাঁরা আমার এই শহর তথা রাজ্যকে পরিষ্কার রাখে। তাই আজ, নবান্ন যাওয়ার সময় সেই সকল মানুষের হাতে তুলে দিলাম কম্বল। আমার নিজের সাধ্যমত সর্বদা সকল মানুষের পাশে থাকতে আমি বদ্ধপরিকর। আমার রাজ্যের যে-কোনো প্রান্তে কোনো একজন মানুষও যদি দুঃখে-কষ্টে থাকে, তাহলে তা আমার কাছে সমান বেদনাদায়ক।
জনসেবা করার জন্যই নিজের গোটা জীবনকে সঁপে দিয়েছি গণদেবতার স্বার্থে। তাঁরা ভালো থাকলেই আমার ভালো থাকা। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।“

সব সময়ই মাটির কাছাকাছি থাকতে ভালবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭বারের সাংসদ, তিনবারের কেন্দ্রীয় মন্ত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী হয়েও তাঁর অত্যন্ত সরল জীবনযাপন সারা দেশের মধ্যে একটা উদাহরণ। সাধারণ মানুষের সমস্যা নিয়ে তিনি সর্বদা ভাবিত। সেই কারণে ঠাণ্ডায় রাস্তা কাজ করা মানুষের হাতে তিনি তুলে দিলেন কম্বল।