টলিউডে ‘সাদা রঙের পৃথিবী’র আত্মপ্রকাশ, পোস্টার লঞ্চ অনুষ্ঠানে ইন্দ্রনীল সেন, দেবাশিস কুমার

0
2

বিশ্ব জুড়ে বাড়ছে নারী ক্ষমতায়ন (Woman Empowerment)। কিন্তু সত্যি কি আজ নারী ততটা ক্ষমতাবান হতে পেরেছে যেখানে দাঁড়িয়ে আর কারোর বশ্যতা স্বীকার করতে না হয়? যতই লোক দেখানো আদিখ্যেতা করে নারীকে পুজো করুক এই সমাজ, আসলে প্রদীপের নীচের অন্ধকার এতটুকু কমেনি। পরিসংখ্যান বলছে যেভাবে নারী পাচারের ঘটনা ঘটছে তাতে এটাই স্পষ্ট যে কন্যা সন্তান হয়ে জন্মানো মানেই আজও মা বাবার চিন্তা, এই বুঝি মেয়েকে অন্যত্র পাচার করে দেওয়া হল বা তাঁর সম্মান নষ্ট করে দিলেন কেউ বা কারা। নারী পাচারের এই অন্ধকার দুনিয়ার প্রেক্ষাপটে আসছে পরিচালক রাজর্ষি দে’র (Rajarshi Dey)ছবি ‘সাদা রঙের পৃথিবী’ (Sada Ronger Prithibi)। এই ছবিতে এই প্রথম দ্বৈত চরিত্র ও নেগেটিভ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee)।

এছাড়াও আছে একাধিক চমক. রয়েছেন সৌরসেনী মৈত্র (Souroseni Maitra), অরিন্দম শীল (Arindam Sil), ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobrojo Mukherjee), স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee), রিচা শর্মা (Richa Sharma), দেবলীনা কুমার (Devlina Kumar), মল্লিকা বন্দ্যোপাধ্যায় (Mallick Banerjee), ঈশান মজুমদার (Isaan Majumdar), অনন্যা বন্দ্যোপাধ্যায় (Anannya Banerjee), দেবশ্রী গঙ্গোপাধ্যায়, সোহিনী গুহ রায়, ঐন্দ্রিলা বসু, অনুরাধা চৌধুরী, তথাগত চৌধুরী ও অন্যান্যরা । নন্দনে এই ছবির পোস্টার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের তথ্য ও প্রযুক্তির ও পর্যটন দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন , বিধায়ক দেবাশিস কুমার, ছিলেন কাউন্সিলর-অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও প্রযোজক অমিত আগরওয়াল (Amit Agarwal) উপস্থিত ছিলেন।

পোস্টার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন যেকোনও প্রচেষ্টার শ্রেষ্ঠ উপহার হল সাফল্য। তাই এইরকম এক বাস্তববাদী গল্পে সিনেমার মুন্সিয়ানা দর্শকের মন জয় করবে বলেই আশা প্রকাশ করে সিনেমার ১০০ শতাংশ সাফল্য কামনা করেন তিনি। সেই কথার সুর ধরেই বিধায়ক দেবাশিস কুমার বলেন, একটা সিনেমার সাফল্য নির্ভর করে দর্শকের উপর। অনেক ভাল বিষয় নিয়ে সিনেমা তৈরির পর তা দর্শক না দেখলে লক্ষ্য পূরণ হয় না। এই ছবি একদিকে যেমন নারীদের অসহায়তার কথা তুলে ধরেছে, পাশাপাশি নারী ক্ষমতায়নের মেসেজ দিয়েছে মহিলাদের জয়গানের মাধ্যমে। তাই বাড়িতে বসে থেকে শুধু সমালোচনা নয়, বাইরে বেরিয়ে সিনেমা হলে এই ছবি দেখার অনুরোধ করেন তিনি। পরিচালক বলেন, নন্দনে এই ছবির প্রোমোশন সম্ভব হত না যদি উপস্থিত মন্ত্রী ও বিধায়কের সহযোগিতা করতেন। গঙ্গাসাগরের কাজে থাকায় মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত হতে পারেননি। তবে তাঁর প্রতিও কৃতজ্ঞতা জানান রাজর্ষি। এই সিনেমায় পরিচালক অরিন্দম শীল ফিরেছেন অভিনেতা হিসেবে। প্রত্যেকের সঙ্গেও পরিচয় করিয়ে কলাকুশলীকে ধন্যবাদ জানান তিনি।