মকর সংক্রান্তির সকালে হাড় কাঁপানো শীতের অনুভূতি থাকলেও, বিকেলে এক লহমায় বাড়ল তাপমাত্রা। আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছে হাওয়া অফিস (Weather Department)। কুয়াশার দাপটে বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা কমেছে। দেশের ১৫ টি বিমানবন্দরে পরিষেবা ব্যাহত হয়েছে, দেরিতে চলছে ট্রেন। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় এ রাজ্যে তার প্রভাব পড়বে।


আজ কলকাতার তাপমাত্রা ১৩.৬° সেলসিয়াস (Kolkata Temperature)। আলিপুর আবহাওয়া দফতর বলছে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি দুই ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। উত্তরের হাওয়া প্রবেশে বাধা দিচ্ছে ঘূর্ণাবর্ত। ফলে রাতের তাপমাত্রা আগামী ৭২ ঘন্টায় ১৩ এর ঘর থেকে লাফিয়ে বেড়ে ১৭ এর ঘরে পৌঁছাতে পারে। ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া পশ্চিমী ঝঞ্ঝা এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় শ্রীলঙ্কার কাছে উচ্চ চাপ বলয়ের জেরে তৈরি হতে চলা ঘূর্ণাবর্তর কারণে অন্তত আগামী শনিবার পর্যন্ত রাজ্যে উত্তর পশ্চিমের কনকনে ঠাণ্ডা হাওয়া প্রবেশ করতে পারবে না।






































































































































