মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় প্রাণ বাঁচল এক ব্যক্তির। সোমবার এসএসকেএম হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন ব্যারাকপুরের বাসিন্দা বছর পয়ত্রিশের ওই যুবক। কিন্তু রবীন্দ্রসদন স্টেশনের মেট্রো লাইনে তিনি অসাবধানতাবশত আচমকা পড়ে যান।
ঘটনায় হইচই শুরু করে স্টেশনে অপেক্ষমান যাত্রীরা। ছুটে আসেন কর্তব্যরত রেল পুলিশ কর্মীরা। তৎক্ষণাৎ রবীন্দ্র সদন থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত আপ লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে কর্তব্যরত রেল পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।






































































































































