ভয়াবহ সড়ক দুর্ঘটনা (Road Accident) নেপালে (Nepal)! জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নীচে নদীতে (River) পড়ে যায় একটি যাত্রীবাহী বাস (Passenger Bus)। নেপালের মধ্য-পশ্চিমাঞ্চলের ডাং জেলার এই দুর্ঘটনায় দুই ভারতীয় (Indians)-সহ কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। যদিও নিহতদের মধ্যে আট জনের পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে গুরুতর আহত অবস্থায় বাসের বাকি ২২ জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে বাসটি বাঙ্কের নেপালগঞ্জ থেকে কাঠমাণ্ডু যাওয়ার পথে সেতুর রেলিংয়ে ধাক্কা মারে বাসটি। তারপরই ছিটকে গিয়ে রাপ্তি নদীতে পড়ে যায় যাত্রীবাহী বাসটি।

নেপাল পুলিশের তরফে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাই। পরে ঘটনাস্থলে যায় পুলিশ এবং উদ্ধারকারী দল। তবে ঠিক কী কারণে এদিন বাসটি দুর্ঘটনার কবলে পড়ল, তা জানার চেষ্টা করছে পুলিশ। নিহত দুই ভারতীয় যাত্রীর নাম যোগেন্দ্র রাম (৬৭) এবং মুনে (৩১)। প্রথম জন বিহারের বাসিন্দা, দ্বিতীয় জন উত্তরপ্রদেশের। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য নিহতদের দেহ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ আরও জানিয়েছে, বাসটি নমস্তে ট্রান্সপোর্ট দ্বারা পরিচালিত। বাস চালক লাল বাহাদুর নেপালিকে আটক করে ঘটনার বিষয়ে পুনঙ্খানুপুনঙ্খ জানতে চাইছে নেপাল পুলিশ। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।









































































































































