জানলা ভেঙে দুঃসাহসিক ডাকাতির ঘটনা মালদহের (Maldah )বৈষ্ণবনগরে। ভোর পৌনে তিনটে নাগাদ স্থানীয় স্কুলের প্রধান শিক্ষকের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করেন ৭ দুষ্কৃতী। বাড়ির লোকেদের বেঁধে রেখে প্রায় দু’ঘণ্টা ধরে লুটপাঠ চালানো হয় বলে অভিযোগ। দশ ভরি সোনার গয়না, নগদ দেড় লক্ষ টাকা এবং কয়েকটি মোবাইল নিয়ে চম্পট দেন দুষ্কৃতীরা। প্রত্যেকেই মাস্কে মুখ ঢেকে এসেছিলেন বলে বাড়ির লোকেরা থানায় জানিয়েছেন। তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ (Baishnabnagar Police Station)।


মালদহের পাশাপাশি উত্তর দিনাজপুরের ডালখোলার সাহাসরা গ্রামে দুটি বাড়িতে ডাকাতির খবর মিলেছে। বাধা দিতে গেলে পাঁচজন গুরুতর জখম হন। বাড়ির আশপাশের এলাকা থেকে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।






































































































































