সস্ত্রীক গঙ্গাসাগর মেলা ঘুরে ‘খুশি’ রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি বাংলাকে ভারতের ঐক্যের প্রতীক বলে উল্লেখ করেন তিনি। এই বাংলাই মানুষকে মেলায়, গঙ্গাসাগরে গিয়ে বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose)। বুধবার রাজ্য সরকারের হেলিকপ্টারে গঙ্গাসাগর যান রাজ্যপাল।
মঙ্গলবারই রাজ্যপালের গঙ্গাসাগর (Gangasagar Mela) যাত্রার হেলিকপ্টারের জন্য অনুমতি দেয় নবান্ন। বুধবার সকালে গঙ্গাসাগরে গিয়ে সস্ত্রীক পুজো দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কপিলমুনির মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্যপাল। এছাড়াও গঙ্গাসাগরের মন্দির চত্বর সংলগ্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। সেখানেই রাজ্যপালের বার্তা তিনি একসঙ্গে এই আয়োজন সর্বাপেক্ষা ভালোভাবে করার জন্য একসঙ্গে এসেছেন। যদিও গোটা মেলার আয়োজন রাজ্য একাই করেছে। মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও কোনও সাহায্যের জন্য তখন রাজ্যপালও এগিয়ে আসেননি।
বুধবার যদিও তিনি বলেন গঙ্গা যেমন ভারতের ঐক্যের প্রতীক, তেমনই বাংলাও ভারতের ঐক্যের প্রতীক। গঙ্গা থেকে প্রবাহিত সব নদী যেমন গঙ্গাসাগরে এসে মেশে, তেমনই বহু জাতি ও সংস্কৃতিতে বিভক্ত ভারতকে একসূত্রে গাঁথে বাঙালিয়ানা।
অন্যদিকে রাজ্য সরকারের সব উদ্যোগ নিয়ে বরাবর সমালোচনা করে আসা বিজেপির রাজ্যনেতারাও গঙ্গাসাগরের মধ্যে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলায় পিছিয়ে নেই। বুধবার রাজ্য সরকারের আয়োজন করা গঙ্গাসাগরে পুণ্যস্নান সারেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাবুঘাটে পুণ্যার্থীদের কম্বল বিলি করেন।