শুভেন্দু-শাহজাহানের ছবি সামনে এনে বি.স্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

0
4

বিজেপিতে (BJP) যোগ না দেওয়াতেই সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের (Sahjahan) পিছনে ইডিকে (Enforcement Directorate) লেলিয়ে দিয়েছে গদ্দার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিধায়ক সুকুমার মাহাতো (Sukumar Mahato)। শুভেন্দুর সঙ্গে শাহজাহানের সম্পর্ক নিয়ে এবার সরব হয়ে সুকুমার শাহজাহানের সঙ্গে শুভেন্দুর একটি ছবি সামনে এনেছেন। তাঁর দাবি, বিজেপিতে আসতে রাজি না হওয়ায়, শাহজাহানের পিছনে ইডিকে লাগিয়ে দেন শুভেন্দু। ইডিকে দিয়ে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে হামলার মুখে পড়েন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। এক ইডি আধিকারিকের মাথা ফাটে। জায়গায় জায়গায় বিক্ষোভও ছড়িয়ে পড়ে। সেই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন শাহজাহান।

অন্যদিকে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেটা শাহজাহানের বলেই মনে করা হচ্ছে। ওই অডিও ক্লিপে বার্তা দিয়ে তিনি বলেন, “এই সব ইডি, সিবিআইকে ভয় পাওয়ার কোনও কারণ নেই। সবাই শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ। তোমরা বুঝতে পারছো, এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা ভাবছে, আমাকে দমাতে পারলে সন্দেশখালিতে তৃণমূল দুমড়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহাজাহান হাজারো রয়েছে।”