লোকসভা ভোটের আগে ফের পদ্মশবিরে ভা.ঙন! বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ কোচবিহার জেলা সম্পাদকের

0
3

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে ফের পদ্মশিবিরে ভাঙন। এবার গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) নাম লেখালেন বিজেপির (BJP) কোচবিহার (Coochbehar) জেলা সম্পাদক জয়দীপ ঘোষ। সূত্রের খবর, রবিবার রাতেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন জয়দীপ ঘোষের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) এবং জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

জয়দীপের তৃণমূলে যোগদান প্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহ বলেন, “জয়দীপ বিজেপিতে মর্যাদা পাচ্ছিলেন না। তাই তিনি তৃণমূলে ফিরে এসেছেন। আমরাও চাইছিলাম জয় ফিরে আসুন। ওখানে গিয়ে জয় ভালো নেই, তা আগেই জেনেছিলাম। ও এখন বুঝেছে। তাই নিজের ঘরে ফিরে আসতে চাইছিল। জয় কয়েকমাসে বুঝেছে, ওর আসল ঘর কোনটা”। উল্লেখ্য, দিন পাঁচেক আগেই রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তৃণমূলে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দুই তুতো ভাই। বিজেপিতে থেকে কোনওভাবেই তাঁদের কাজ করতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ তুলে তৃণমূলে যোগদান করেন দুজনে। আর তার কিছুদিন কাটতে না কাটতেই ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির কোচবিহার জেলা সম্পাদক।

তবে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর জয়দীপ ঘোষ অবশ্য তেমন কোনও মন্তব্য করেননি। কিন্তু কেন জয়দীপ বিজেপি ছাড়লেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে এবিষয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।