ভরদুপুরে মুর্শিদাবাদে শুটআউট, মৃত এক তৃণমূল কর্মী

0
2

মুর্শিদাবাদে খুন হলেন এক তৃণমূল কর্মী। ভরদুপুরে প্রকাশ্যে খুন হলেন তৃণমূল কর্মী সত্যেন চৌধুরী।অভিযোগ, বাইকে করে একতদল দুষ্কৃতী এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঋ্জ থেকে গুলি চালায়। অনুমান দুষ্কৃতীরা আগে থেকেই ওতপেতে ছিল।এই খুনের নেপথ্য কারণ এখনওএ স্পষ্ট নয়। অধরা দুষ্কৃতীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,বহরমপুরের ভাকুড়ি মোড়ে বেশ কয়েক জন অনুগামীকে নিয়ে নির্মীয়মান বহুতলের কাছে বসেছিলেন সত্যেন। সেই সময় দু’টি বাইকে করে তিন দুষ্কৃতী আসে। খুব কাছ থেকে পর পর তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।স্থানীয়রাই তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় সত্যেনের।স্থানীয়দের দাবি, প্রথম দিকে রাজনীতিগত ভাবে অধীর-ঘনিষ্ঠ ছিলেন সত্যেন। সুতিরমাঠ সেবা সমিতি-সহ একাধিক ক্লাবের নিয়ন্ত্রণ ছিল তার হাতে। বাম আমলে বেশ কয়েক বার বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগে জেল খেটেছেন সত্যেন। রাজ্যে পালাবদলের পর অধীরের সঙ্গে মতপার্থক্যের জেরে তৃণমূলে যোগ দেন সত্যেন।সত্যেনকে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়।সত্যেনের খুনের নেপথ্যে রাজনীতি নাকি ব্যবসায়িক কোনও বিষয় রয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের অভিযোগ, কংগ্রেস ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা লোকসভা ভোটের আগে অশান্তি তৈরি করতে সত্যেনকে খুন করেছে।যদিও বামেরা সেই অভিযোগ অস্বীকার করেছে।মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুনের প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।