ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে পা রেখে দেশবাসীকে চমক দিয়েছিলেন অম্বাতি রাইডু। গত ২৮ ডিসেম্বর তিনি যোগ দেন জগনমোহন রেড্ডির দল ওয়াই এস আর কংগ্রেসে(YSRCP)। তবে মোহভঙ্গ হল ৯ দিনেই। শনিবার সোশ্যাল মিডিয়া পোষ্টে রাইডু জানিয়ে দিলেন রাজনীতি থেকে সরছেন তিনি।

৬ জানুয়ারি অর্থাৎ শনিবার সকালে একটি টুইট করেন রায়ডু। যেখানে তিনি লেখেন, ‘আমি সবাইকে জানাচ্ছি যে আমি YSRCP পার্টি ছেড়ে দিয়েছি এবং কিছু সময়ের জন্য রাজনীতি থেকে সরে গেলাম। সময় হলে আমার পরবর্তী পদক্ষেপ আমি জানিয়ে দেব।’ কয়েকদিনের মধ্যে রাজনীতি থেকে রায়ডুর ইউটার্ন নিয়ে চমকে গিয়েছেন সকলেই।
উল্লেখ্য, ২০২৩ সালের IPL জেতার পর তিনি ট্রফি নিয়ে জগনমোহন রেড্ডির সঙ্গে দেখা করতে যান। সেই সময় বোঝা গিয়েছিল তিনি রাজনীতিতে যোগ দেবেন। তিনি এরপর জানিয়েছিলেন জগনমোহন রেড্ডি তাঁর অনুপ্রেরণা। জগন যেভাবে তরুণদের জন্য কাজ করছেন তাতে তিনি মুগ্ধ বলে জানান। এরপর কিছুটা সময় নিয়ে ২৮ ডিসেম্বর রাজনীতিতে সরকারিভাবে যোগ দেন তিনি। জগনমোহন রেড্ডির দলে তাঁর যোগদানের সময় উপস্থিত ছিলেন জগনমোহন রেড্ডি সহ দলের বাকি উঁচু পদের সদস্যরা। বিজয়ওড়াতে তাঁর হাতে দলে পতাকা তুলে দেওয়া হয়। তবে মাত্র ৯ দিনেই রাজনীতি থেকে বিশ্রাম নিলেন রাইডু।










































































































































