শীতের ছুটি কাটিয়ে স্কুলে ফিরতেই আতঙ্ক ঘিরে ধরল আমেরিকার ইওয়া (Iowa) প্রদেশের পেরির (Perry) একটি স্কুলের পড়ুয়াদের। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। আহত পাঁচ জন, যার মধ্যে স্কুলের প্রিন্সিপালও রয়েছেন। ঘটনার পরই নিজের বন্দুকের গুলিতেই মৃত্যু হয় আততায়ী ১৭ বছরের ওই নাবালকের, অনুমান পুলিশের।

বৃহস্পতিবার ছিল পেরি হাইস্কুলের শীতের ছুটি কাটিয়ে স্কুল খোলার দিন। পড়ুয়ারা সবাই স্কুলে ঢোকার জায়গা দিয়ে ভিড় করে আসছিল। সকাল ৭.৩০ নাগাদ হঠাৎই ১৭ বছরের ডাইলান বাটলারের (Dylan Butler) বন্দুক থেকে বেরিয়ে আসে গুলির ফোয়ারা। ঘটনার সাত মিনিটের মধ্যেই পুলিশ বাহিনী পৌঁছায় স্কুলে। তার মধ্যেই মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার। তবে এরই মধ্যে আততায়ী বাটলার স্কুলের শৌচালয়ে গিয়ে একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে। যেখানে সে বন্দুক নিয়ে দাঁড়িয়ে বলতে থাকে ‘এখন শুধু অপেক্ষা’।

তবে ঘটনার পর পুলিশের তদন্তে বাটলারের সহপাঠীরা জানায় বাটলার সাধারণত শান্ত প্রকৃতির ছেলে ছিল। তবে অন্য সহপাঠীরা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করত (bullied)। সহপাঠী অনেকেরই অনুমান, সেই কারণেই সে এমন পদক্ষেপ নিয়ে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের পর বাটলারের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘেঁটে, তার সামাজিক অবস্থান বিবেচনা করে তদন্ত চালাচ্ছে পুলিশ।








































































































































