একাধিক শর্ত মেনে নেতাই যেতে হবে শুভেন্দুকে, পুলিশকে ভিডিওগ্রাফির নির্দেশ হাই কোর্টের

0
4

শর্তসাপেক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাই যাওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে বেশ কিছু শর্ত মানার নির্দেশ দেওয়া হয়েছে।নির্দেশে বলা হয়েছে, শহিদ বেদীতে মাল্যদান করার সময়ে কোনওরকমের রাজনৈতিক মন্তব্য করতে পারবেন না বিরোধী দলনেতা।
আগামী ৭ জানুয়ারি বিকেল ৫টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বিরোধী দলনেতা নেতাই গ্রামের শহিদ বেদীতে মাল্যদান করতে পারবেন। এই অনুমতি দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতের নির্দেশ যথাযথভাবে পালন করা হচ্ছে কি না তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। এজন্য পুলিশকে সম্পূর্ণ অনুষ্ঠানের ভিডিওগ্রাফি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

প্রসঙ্গত, ২০১১ সালের ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে গণহত্যার ঘটনা ঘটে। অভিযোগ, মাওবাদী মোকাবিলার নামে সেই সময় গ্রামের মধ্যেই সশস্ত্র বাহিনীর ক্যাম্প গড়েছিল সিপিএম। ৭ জানুয়ারি ওই ক্যাম্প থেকে গ্রামের নিরীহ মানুষের ওপরে গুলি চালানো হয় বলে অভিযোগ। মৃত্যু হয় বেশ কয়েকজনের।ওই বছরই রাজ্যে পালাবদল হয়।সেইসময় থেকে প্রতি বছর নেতাই গ্রামে শহিদদের স্মরণে ৭ জানুয়ারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বছর পুলিশ তাঁকে গ্রামে ঢুকতে বাধা দিয়েছিল বলে অভিযোগ।

এবারে আগাম অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। ওই মামলার শুনানিতেই বিচারপতি শুভেন্দুকে ৭ জানুয়ারি ১ ঘণ্টার জন্য নেতাই গ্রামের শহিদ বেদীতে মাল্যদানের অনুমতি দিয়েছেন।