নতুন বছরে সুখবর! এবার রাজ্যের বাতিল (Cancelled) হওয়া বিএড কলেজের (BED College) অনুমোদন (Affiliation) ফিরিয়ে দেওয়ার ভাবনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তবে সোজা পথে সেই অনুমোদন মিলবে না। সেক্ষেত্রে আরোপ করা হয়েছে বেশ কিছু শর্ত। চলতি বছরেই ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল করেছিল রাজ্য বিএড বিশ্ববিদ্যালয় (BED University)। যার অন্যতম কারণ ছিল পরিকাঠামোর অভাব।

তবে সম্প্রতি রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দমকলের নো অবজেকশন সার্টিফিকেট এবং পর্যাপ্ত অধ্যাপক-অধ্যাপিকার সংখ্যা-সহ পরিকাঠামো সংক্রান্ত নির্ভুল তথ্য দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে। এরপর অনুমোদন ফেরানোর বিষয়টি খতিয়ে দেখবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমস্ত তথ্য নির্ভুল হলে তবেই আবেদনের ছয় দিনের মধ্যেই অনুমোদন দিয়ে দেওয়া হবে বলে খবর। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অনুমোদন বাতিল হওয়া কলেজগুলির মধ্যে থেকে হাতেগোনা কয়েকটি কলেজ এখনও পর্যন্ত অনুমোদন নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

তবে যেহেতু উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ভর্তি করানো যাবে সেকারণেই চলতি শিক্ষাবর্ষের জন্য অনুমোদন মিললেও বিএড কলেজগুলি ছাত্র ভর্তি করতে পারবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে।










































































































































