শ্যামনগর উৎসবের অনুষ্ঠানে এলেনই না সোমনাথ শ্যাম। তিনি আমন্ত্রণই পাননি বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক। অনুষ্ঠানের আয়োজক অর্জুন ঘনিষ্ঠ বলে পরিচিত। এর আগে নৈহাটি উৎসবে সুব্রত বক্সি থাকলেও ছিলেন না সোমনাথ।
জগদ্দল বিধানসভায় শ্যামনগর কল্যাণ সংঘের মাঠে চলছে শ্যামনগর উৎসব। সেখানেই গিয়েছিলেন সুব্রত বক্সি।কিন্তু অর্জুন-শ্যাম দ্বন্দ্ব নিয়ে একটি কথাও বলতে শোনা যায়নি দলের রাজ্য সভাপতিকে। যদিও সেখানেই সোমনাথ শ্যামের অনুপস্থিতি নিয়ে চলছে চর্চা। সোমনাথ শ্যাম বলছেন, উনি নৈহাটি উৎসবে গিয়েছিলেন। আমি সেটা জানতাম না উনি কখন কোথায় যাচ্ছেন। আজকের যে অনুষ্ঠানের কথা হচ্ছে সেটার আমন্ত্রণ আমি পাইনি। ব্যক্তি হিসাবে কেউ অনুষ্ঠান করতেই পারে। আমার জানা নেই। কেউ আমাকে নাই ডাকতে পারে তাঁর অনুষ্ঠানে। সেটা নিয়ে আমি কোনও মন্তব্য করব না। আগামীদিনে দেখব আমার প্রতি তাঁর কী ক্ষোভ রয়েছে। সভাপতি ওখানে যাচ্ছেন বলে আমার জানা নেই।
তবে তোপ দাগতে ছাড়েননি উৎসব কমিটির সভাপতি তথা ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর সোমনাথ তালুকদার। সাফ বলেছেন, বিধায়ককে এলাকায় কোনও কাজে লাগে না। হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না। তাই তাঁর আমন্ত্রণ নেই।
অন্যদিকে সাংসদ অর্জুন সিং বলছেন, এটা শ্যামনগর উৎসব কমিটির ব্যাপার। এটা আমার কোনও ব্যাপার নয়।





























































































































