প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে শুভমনকে কাকে নিয়ে সর্তকবার্তা দিলেন রোহিত?

0
2

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে সতীর্থ শুভমন গিল্কে সতর্ক অধিনায়ক রোহিত শর্মার। সতর্কবার্তা প্রোটিয়ার বোলার কাগিসো রাবাডার কাছ থেকে। রোহিতের মতে, রাবাডা ছাড়া নাকি দক্ষিণ আফ্রিকার আর কোনও বোলার নেই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারত অধিনায়ককে বলতে  শোনা যায়, ‘‘এই একটাই বোলার। আর কোনও বোলার ওদের নেই।’’ সেই সময় রাবাডা বল করছিলেন। সুতরাং তাঁকে নিয়েই শুভমনকে সতর্ক করছিলেন রোহিত। কিন্তু রোহিত ও শুভমন, দু’জনকেই সেই ইনিংসে আউট করেছেন নান্দ্রে বার্গার। প্রথম ইনিংসে রোহিত ৩৯ ও শুভমন ৩৬ রান করেছে।

বুধবার প্রোটিয়াদের প্রথম ইনিংসে  ৫৫রানে বেধেঁ দেয় টিম ইন্ডিয়া।  তারপর ভারতের ইনিংস শেষ হয় ১৫৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৭৬ রান করেছে প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে দুরন্ত ইনিংস খেলেন মার্কাম। ১০৬ রান করেন তিনি। এলগার করেছেন ১২। বেডিংহাম করেছেন ১১। ভারতের হয়ে ৬ উইকেট যশপ্রীত বুমরাহর। দুটি উইকেট মুকেশ কুমারের। একটি করে উইকেট সিরাজ এবং প্রসিদ্ধ-এর।

আরও পড়ুন-প্রোটিয়াদের বিরুদ্ধে ৬ উইকেট নিয়ে কী বললেন সিরাজ?