প্যালেস্টাইন ছাড়িয়ে এবার লেবাননের শহর বেইরুটে হামলা ইজরায়েলের। সেনার হামলায় সেখানে মৃত্যু হল হামাসের অন্যতম শীর্ষ নেতা সালেহ আল-আরুরির। হামাসের উপপ্রধান ছিল সালেহ। হামাসের তরফে নিশ্চিত করা হয়েছে এই মৃত্যুর খবর।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, লেবাননের বৃহত্তম শহর বেইরুটের দক্ষিণ শহরতলিতে হামাসের ডেরায় হামলা চালায় ইজরায়েল। এই হামলায় সালেহ ও তাঁর দেহরক্ষীরা সকলেই মারা গিয়েছে। যে বিল্ডিংয়ে ওই জঙ্গি নেতা ছিল সেখানকার দুটি তলা ও সামনে দাঁড়ানো একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ইজরায়েলের হামলায়। হামাস নিধনে ইজরায়েলের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যতক্ষন না শেষ হামাস জঙ্গির মৃত্যু হচ্ছে ততক্ষণ লড়াই থামবে না। সেই মতো এবার প্যালেস্টাইন ছাড়িয়ে লেবাননের মাটিতে হামলা চালালো ইজরায়েল।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইজরায়েলের বুকে হামলা চালায় হামাস। তার পরই ‘জবাব’ দিতে গাজা ভূখণ্ডে হামলা চালায় ইজরায়েল। সেই সংঘর্ষ এখনও চলছে। হামাস (Hamas) বনাম ইজরায়েল (Israel) যুদ্ধে এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ২২ হাজার প্যালেস্তিনীয়র। নিহতদের মধ্যে শিশু ও মহিলার সংখ্যাই বেশি।







































































































































