রাজ্যের পুরসভাগুলিতে ১ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে রাজ্য

0
10

নতুন বছরেই রাজ্যে চাকরির সুযোগ। সম্প্রতি রাজ্যের হাসপাতালগুলিতে ৬ হাজার নার্স নিয়োগের কথা ঘোষণা করেছিল সরকার।এবার রাজ্যের পুরসভাগুলিতে স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল। পুরসভাগুলিতে এক হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে লোকসভা নির্বাচনের আগেই। ম্যালেরিয়া ও ডেঙ্গি মোকাবিলায় এই স্বাস্থ্যকর্মীদের নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর।

 

রাজ্য সরকারের তরফে রাজ্যে ডেঙ্গি ও ম্যালেরিয়া মোকাবিলায় ওয়ার্ডভিত্তিক মাইক্রো প্ল্যানিং করা হচ্ছে। সেই পরিকল্পনারই অংশ হিসেবেই এই নিয়োগ। রাজ্যের বিভিন্ন পুরসভায় প্রায় এক হাজার পদে হেল্থ ওয়ার্কার নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আসন্ন লোকসভা নির্বাচনের আগেই এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। সম্প্রতি রাজ্যের পুরসভাগুলিকে এমনই নির্দেশ পাঠানো হয়েছে ।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে থাকা স্টেট আরবান ডেভলপমেন্ট এজেন্সি (SUDA )পক্ষ থেকে পুরসভাগুলিকে চিঠি পাঠানো হয়েছে। বলা হয়েছে, দ্রুততার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে। মহকুমা শাসকদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দ্বায়িত্ব দেওয়া হয়েছে তাঁর অধীনস্থ পুরসভাগুলিতে। রাজ্য সরকার সচেতনতা প্রচারের কাজে আরও গুরুত্ব দিতে চাইছে। সেই কারণেই কর্মীদের নিয়োগ প্রয়োজন। সামনেই লোকসভা ভোট। ভোট ফুরোলেই বর্ষা নেমে যাবে। বর্ষার আগেই কর্মীদের ময়দানে নামাতে আগেই শূন্যপদ পূরণ করতে চাইছে রাজ্য সরকার।