দুদিন আগেই রাস্তার ওপর প্লেন আটকে গিয়ে এক হুলুস্থুলু কাণ্ড হয়। এবার সেই বিহারেই (Bihar) রাস্তার ওপর ট্রেনের আস্ত একটা কোচ আটকে গিয়ে বিরাট বিপত্তি। ভাঙা (scrap) ট্রেনের কামরা ট্রাকে করে সরানোর সময় এই দুর্ঘটনা ঘটে। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর ঘটনা ঘটেনি।

ভাগলপুর জংশন স্টেশন থেকে একটি বাতিল কামরা ট্রাকে করে উল্টা পুলের ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের অনুমান, সেই সময় ট্রাকটির ব্রেকফেল (brake fail) হয়ে যায়। ট্রেনের ভারে নিয়ন্ত্রণ হারায় ট্রাক। সেটি ব্রিজের রেলিংয়ে গিয়ে ধাক্কা মারলে ট্রেনের কামরাটি উল্টে রাস্তা জুড়ে দাঁড়িয়ে যায়।
সঙ্গে সঙ্গে এলাকায় উৎসাহী জনতার ভিড় জমে যায়। গাড়ির রাস্তা ও ব্রিজ জুড়ে দাঁড়িয়ে যায় ট্রেনের কামরা। তবে এলাকায় সেই সময় তেমন মানুষ না থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ব্রিজ থেকে কোনওভাবে নিচে পড়ে গেলেও বড় বিপদ হতে পারত বলে জানাচ্ছেন স্থানীয়রা। প্লেন বা ট্রেন এভাবে ট্রেলারে করে নিয়ে যাওয়া বিহারে কতটা বিপজ্জনক, তা এই দুটি ঘটনা থেকে বোঝা যায়।








































































































































